দুঃখে,কষ্টে, ভরা এই মন –
শুধু নয় একজন,
আছে শত সহস্রজন।
এই ভুবন মাঝারে-
করুণ বেদনা,অসহ্য যন্ত্রণা,
হৃদয়ের অন্তরে,বুকের পাঁজরে।


দুঃখ আর বেদনার কথা-
রয়েছে মাংস পেশীতে গাঁথা,
হৃদয়ের কণায়,কণায়-আর
রক্ত রাশির ফেনায়,ফেনায়।
অনুভব- করেছে কি কেউ জ্ঞানীজন?
মৃতুকে সাথী করে লড়ছে সারাজীবন।


যন্ত্রণা আর ক্ষুধার কথা-
অসহ্য-অসংখ চিন্তায় ফাটে মাথা।
ভেসে আসে করুন ছবি দুই নয়নে-
ভেবে হয়না ফল,রাখি মনে,অতি গোপনে।
একি সংসারের,সমাজের,নয় পরিহাস-?
রচিত হোক মোদের  ক্ষুদ্র করুণ ইতিহাস?



রচনাকাল-
১৯৯৩ সাল-
পথে যেতে যেতে-