যাচ্ছো চলে ? কোথায়--?
জানিয়েছি কি তোমায় বিদায় ?
ভালো-মন্দে,সুখে-দুঃখে -
সাথী হয়ে রয়েছো প্রতি ক্ষণে,ক্ষণে।
দিয়েছো আশা-আকাঙ্খা আলো-
প্রতি জনের অন্তরের কোণে কোণে।
হয়েছো সাথী বহু ভাঙা-গড়ার-
হাজারও হাজারও স্বপ্নের।
বিদায় হয়েছো শুধুমাত্র খাতা কলমে,
ভুলবোনা তোমায় শত সহস্র জনমে।



১৪২৩ সালের প্রতি-