আমি কিছু ভাবিনা,
যদি ভাবতে থাকি, ভাবতে ভাবতে নয়নে আসে জল,
ধরায়  যারা ফসল ফলায়,না খেয়ে তারা কেন দূরবল ?
কাদা জলে ধরে মাছ-ভরিয়েছে উদর-
মনে কেন আসে না তাদের নাম? রয়েছি উদার।
সারাদিন খেটে খেটে-বানিছে সুন্দর বসন।
অঙ্গে আমার শোভা পায়-কেন আমার নিচে তার আসন?


আমি কিছু দেখিনা,
যদি আমি দেখতে থাকি,নয় শুধু একবার,দেখি বহুবার-
অন্যরা খেতে ব্যস্ত সদা, অপরের  তৈরী খাবার।
অন্ন প্রাসন আর বিবাহ-অনুষ্ঠানের শেষে-
পড়ে থাকা খাবার খায় ডাসবিনে বসে।