খুজেছো অন্তর, অন্তরে।
অন্তরের অতি গভীরে।
কাছে তুমি থাকো,
আমি কেন দুরে।
ব্যথা দিই তোমারে।


মন্দ আমি-জানো তুমি-
জড়িয়ে রাখো আদরে।
জ্বালায় তোমায় নিশিদিশি-
তাতেই তুমি থাকো খুশি।
সদায় আমি তোমায় দোষী।
ছড়াও তুমি রূপোর হাসি।


দোষ ধরোনা কেন আমায়।
রাখি তোমায় প্রেমের জ্বালায়।
থাকো তুমি আমায় চেয়ে।
আমি চলি অন্য পথ দিয়ে।