আজ পল্লীর প্রান্তর মুখোরিত সুমধুর গানে।
নব নব সাজে রব, কার অবদানে? শুধু প্রাণে।
ঝরে প্রাণের বাদলের ধারা।-
আজ আনন্দে মোরা আত্মহারা।-
মরাল-মরালী চলে আনমনে,কার ঐক্যতানে।


ঝিরি ঝিরি বর্ষা বাদল মধুর এই দিনে।
নেই কোন ভাষা মনে,শুধু সুর বাজে প্রাণে।
জল থৈ থৈ মাঠে মাঠে।
নৌকা দুলে নাচে ঘাটে।
বলো না এত সুখ –আনন্দ কার দানে? প্রাণে।


ঘন কালো মেঘ রঙ্গিল নীল গগনে,আকাশে।
শীতল,বাদল মাঝে কত সুর বাজে বাতাসে।
ময়ূর নাচে ময়ূরীর টানে।
নৃত্যের তালে চায় আঁখি পানে।
ঝিম ঝিম সুর ভাসে,কানে,প্রতি ক্ষনে,বাতাসে।


মাঠ ভাসে মেঠোগান আর রাখালের বাঁশির সু্রে।
চাষিদের সুমধুর গান ভাসে,হৃদয় হতে বহু দূরে।
ধবলীরা নাচে তার তালে তালে।
কত না মাছের মেলা,জলে জলে।
কত সুখের বাঁধন মনে,দেখবে,এসো জীবনের তীরে।



রচনাকালঃ ১৩ ই জুলাই,২০১৭