প্রায়ই মনে পড়ে তোমাকে।
তুমি জোয়ারের টানে মিশে গেছো জন সাগরে।
হঠাৎ সেদিন এলে ভাটার টানে-
রাস্তায় জমে থাকা ট্রাফিক জ্যামে আটকে থাকা গাড়িতে।
খুলে দিলে আতীতের ইতিহাসের পাতা-
মনে পড়ে তোমাকে-বারেবারে,
আম,জামের বাগানে –কাটিয়েছি একা একা দুজনে।
পলাশ,গোলাপ,জুই নিয়ে করেছি খেলা-সকাল সন্ধ্যাবেলা।
একই কন্ঠে গান গেয়েছি বাংলার আলে আলে-কত না খেলেছি নদীর জলে।
একটু ভুল আর অভিমানে-কাটিয়েছি দুজনে।
স্কুল,কলেজের ডাইরি-আর কিছু ছবি শুধু তোমারি।
বুকে আশা নিয়ে ভাবি চিরকাল-তুমি আসবে এই বিকাল।
কত রাত,কত ভোর,শীতল দুপুরে ভাবি-
দাঁড়িয়ে আমার পিছুনে-দাঁড়িয়ে আছো গোপনে।
আমি কান পেতে শুনি মৌমাছির গঞ্জনে তোমার হাসি।
খুজেছি রাখালের বাঁশি –তোমার কন্ঠের সুর-
হঠাৎ দেখি জ্যাম নেই- তুমি চলে গেছো বহু দূর।