মনের মাঝে,প্রাণের কাছে-
কে তুমি বলো?
বাঁকা হাসি,ভালবাসি-
ছড়িয়ে দিয়ে আলো।


দুলে-দুলে,পথটি ভুলে-
কোন পথে যে চলো?
আঁধার রাতে,প্রদীপ হাতে-
প্রেমের আলো জ্বালো?


নদীর জলে, পদ্মফুলে-
কিসের সুবাস ঢালো?
বনের বাঁকে, থেকে থেকে-
রূপের জোয়ার তুলো—


আলতো পায়ে,কোমল গায়ে-
খোঁপায় দিয়ে ফুল।
নিয়ে ছন্দ,প্রাণে আনন্দ-
ছড়িয়ে কৃষ্ণ-কালো চুল।


মিষ্টি হাসি,ভালোবাসি-
কানে কিসের যেন দুল?
প্র্বেমের জোয়ার,খুলে দুয়ার-
রাঙিয়ে নদীর কুল।


খোঁপায় ঝুলে,হরেক ফুলে-
কোনটা হলুদ-কোনটা সাদা।
প্র্বেমের ঢেউএ,প্রাণটি দুলে-
থাকেন ওগো-কৃষ্ণ রাধা।