চলো যাই বহু দূরে------
কংক্রিট আর অট্টালিকার জঙ্গল ছেড়ে----
শুধু তোমার-ই জন্যে-
মিশে যাই বিধিতার গড়া গভীর অরণ্যে।


চলো যাই স্বপ্ন ঘেরা নীড়ে----
হারিয়ে যাই স্বপ্ন দেশে,পরীদের সাথে উড়ে—
ঘুরি-ফিরি নীল সাগরের দেশে-
তুমি-আমি,দুজনে-থাকবো আপন বেশে।


নয়ত ধরার কোণে-
শিঊলী আর মালতীলতার কানে কানে—


..........................................।


থাকলো----পরে হবে-----