গ্রীষ্মের দুপুরে,ক্লান্ত পিপাসিত,
আজ মন মোর হাহাকার-
তোমার হাতে, শীতল জলকণা,
করুণ হয়ে চাইছি বারবার-


ছিন্ন,ভিন্ন,শূন্য মোর মন,
দাও একটুখানি শীতল হাওয়া-
হতাশ,বিষাদ মোর প্রাণ,
তাইতো তোমার কাছে চাওয়া-


মাধবীলতার শুকনো হাসি,
আসেনি কেন আজ অলি?
নাই যে প্রাণে মধূ-
একটু ভালোবাস-তাইতো বলি-


চেয়ে আছে গোলাপ ফুল,
আসবে প্রিয় প্রজাপতি-
যদি হয় একটু দেরি,
আমার হবে-বড় ক্ষতি।


নদীর বুক ফাকা আজি,
কোথায় মধূমাখা জলধারা-
চেয়ে আছে আকাশপানে,
মেঘমালা কখন ঝারাবে বারিধারা?


ভালোবাসা চেয়ে আমি-
চেয়ে আছি তোমার আশায়।
করো হে প্রিয়া,পূরণ জীবন,
হাজার বছরের ভালবাসায়।