ঘরামি
""""""'"''''''''''
শান্ত সারা দুপুর জুড়ে
শুকনো গাছের ডালে
এক ঘরামি দিচ্ছে ঠোকর
দাদরা তালে-তালে,
করছে কোটর তেমনি খাসা
করছে ফোকর করছে বাসা
কাঠঠোকরা,টোপর পরা
মিশেল হলুদ-লালে।


এঁটেল মাটি, বেলে মাটি
দোঁয়াশ মাটি ছুঁয়ে
এক ঘরামি সঠিক মাটি
সটান্ বয়ে-বয়ে-
তক্তা সাঁটি' গড়ছে কুঠি
ছাদ কার্ণিশ নিঁখুত খাঁটি-
বন্য ভ্রমর প্রহর-প্রহর
গুনগুনিয়ে গেয়ে।


এক ঘরামি ল্যাজ উঠিয়ে
খাটিয়ে গতর সে ও
বাঁশঝাড়ে আর ঝোপেঝাড়ে
গড়ছে নিজ গৃহ,
কলাগাছের খসখসে আঁশ
ন্যাকড়া দড়ি খড়-কুটো ঘাস
জড়িয়ে খালি কাঠবেড়ালি
বানাচ্ছে ঠাঁই প্রিয়!- - -


ও হারামি নয় ঘরামি
গাছে গাছেই ঘর,
লালমুখো, ঐ পোড়ামুখো
মুখপোড়া বাঁনর,
ধান্দা কেবল হাতড়ে নেবার
সব্জি ফসল করছে সাবাড়,
চোর জালিয়াৎ,হাড় বজ্জাত
বিটকেলে বর্বর!
==========================
                                      _প্রভঞ্জন ঘোষ।