তরুরাজি
========
সবুজে সবুজে আচ্ছন্ন এ ধরাতল,
শিল্পীর তুলিতে আঁকা পাদপ দেয়াল।
নয়ন জুড়ানো কৃষকের বুনো মাঠ,
যেন শ্যামলবরণ বিছানো কার্পেট।
বারিধি কোলের মনোহর ম্যানগ্রোভ;
জীব-বৈচিত্র রুখে ঝড়-ঝঞ্ঝা বিক্ষোভ।
বৃক্ষ পত্রে রবি কিরণ খাদ্য যোগানে;
বাঁচে জীবন মম নিঃসৃত অক্সিজেনে।


বনরাজি তৃণলতা রাখে পরিবেশ,
তরু বিনে ওজোন ক্ষয়ে ক্ষিতি নিঃশেষ।
ক্ষান্ত নাই, নির্বিচার বিটপী নিধন
বৃক্ষ বিয়োগে চলে কি মানব ভুবন?


মোর গৌরব ঝান্ডা সবুজ দীপ্তিময়,
দাও অরণ্য, বাঁচি সুশীতল ছায়ায়।


অধ্যক্ষ দেলওয়ার হোসেন
(রচনাকালঃ ৬ জুন,২০১৭)