সৃষ্টির প্রতি


স্রষ্টার ভালবাসায় সিক্ত তাঁর সৃষ্টি,
মানবকূলই শ্রেষ্ঠ এ ধরিত্রীময়।
সৃষ্টি লাগি সতত বিলায় কৃপাদৃষ্টি,
জীবন ধন্য করে সবে---করুণাময়।
সৃষ্টি সেরা জীবে প্রত্যাশা মহীয়ানে,
ডুবে নাহি থাকি সদা স্বীয় কর্ম ভিড়ে।
মমতার হাত বাড়ুক পূত কল্যানে,
হায়! আজ অনলে পুড়ে বিবেক মরে।


উপকারী নির্মম লাঞ্ছিত পথে-ঘাটে
অন্যায়ের আবর্তে ঘুরে নিয়ম-নীতি,
করুণা নাহি জাগে কারো হৃদয় পাটে
হিংসা-দ্বেষে নিভে দয়ার্দ্র প্রদীপ ভাতি।
বিভোর যেন ষড়যন্ত্র আর লুন্ঠনে ;
পরার্থে ত্যাগ-মানব সেবা বিসর্জনে।


--অধ্যক্ষ দেলওয়ার হোসেন
   রচনাঃ ১৯ জুলাই, ২০১৭