রক্তাক্ত ফিলিস্তিন


ফিলিস্তিনে রক্ত ঝরে নিশ্চল নয়নে অশ্রুবান!
লাশের মিছিল চলে  হাসপাতাল নামক গোরে,
মাতা-পিতা ধ্বংসস্তুপে রক্তাক্ত শিশু খুঁজে স্বজন
মাতৃ দুধ বিনে শিশু বালি কাদা ঘাস মুখে পুড়ে।
সহস্র ক্ষুধিত হাত বাড়ায় খাদ্য জলের তরে!
খোলা আসমান নিচে শান্তি নেই যায়যায় প্রাণ
ত্রপিত নয় আগ্রাসী! বায়ু ভারি গণ চিৎকারে;
উবে যায় রোজা ইদ ক্ষীণ আশা বাঁচাতে জীবন!


মূক ভুবন বিবেক  মানবতা মরে ধুঁকে ধুঁকে
নারীশিশু আহাজারি শোনে কে রে অসহায় বাণী!
বৃষ্টি রূপ আক্রমণে লন্ডভন্ড গোটা ফিলিস্তানি,
বিধ্বস্ত আগারে পিষ্ট জনপ্রাণ বাঁচায় তারে কে?
স্বার্থ বিঘ্ন আশঙ্কায় বিশ্ব বিবেকের মৃত্যু ঘটে!
কোথা সে নাগ শিশুরা?জেগে ওঠো ওই পূণ্য বাটে।


  রচনা:১৮/০৪/২০২৪