প্রতারিত অভিবাসী


চাহিদা মত কর্ম সুযোগ নাহি রয়,
সহায়-সম্পদ ভিটে-মাটি বিক্রি করে
অভিলাষে বুক বেঁধে বিদেশ পাঠায়,
সন্তান শ্রমে সুখ ফিরবে নিজ নীড়ে।
প্রতারণার ফাঁদে অভিবাসী পা দেয়,
স্বর্ণ মৃগের নাগাল সবে নাহি পায়।
দালাল দৌরাত্ম ক্রমশঃ বেড়েই চলে;
অভিবাসী কঙ্কাল মিলে বনে-জঙ্গলে।


বিদেশগামী ললাটে জোটে বন্দি দশা;
নির্যাতনে যন্ত্রণা কাতর গৃহকর্মী,
জীবনে নেমে আসে ঘোর অমানিশা
দুর্বিষহ জীবন যত বিদেশগামী।
গহিন অরণ্যে বদ্ধ প্রকোষ্ঠে--- পাহাড়ে;
অর্ণব সলিল বক্ষে জীবন সংহারে।


---অধ্যক্ষ দেলওয়ার হোসেন
   ২২ আগস্ট, ২০১৭