পাহাড়ে কান্না
==========


ধ্বংসস্তূপ নীচে আদিবাসী জনপদ,
পাহাড় ধসে ছিন্ন ভিন্ন তার প্রান্তর।
মৃত্তিকায় পিষ্ট হয় জীবন-সম্পদ
ঘর-বাড়ি রাস্তায় ধসে পড়ে পাহাড়।
চারিদিকে শুধু আহাজারি আর্তনাদ,
প্রাণঘাতী রুষ্ট আচরণ প্রকৃতির।
স্বজনের অশ্রুবন্যা আর হাহাকার,
অবিরাম বারিধারা মিলে একাকার।


লন্ড-ভন্ড বৃক্ষরাজি,বিদ্যুতের খু্ঁটি,
সড়কে জমে আছে ধূসর কাদামাটি।
যত্রতত্র বাড়িঘর পাহাড় নিধন
সংহার লীলায় মত্ত অঝোর বর্ষণ।
মানব উদ্ধারে গর্বিত সৈনিকগণ
অভিযানে বিপন্ন করে নিজ জীবন।


অধ্যক্ষ দেলওয়ার হোসেন
(রচনা কালঃ ১৭-০৬-২০১৭)