মাটির কান্না
======


মাটি ঘিরেই যত সভ্যতার লালন;
গর্ভে জন্মা পাদপ জীবে খাদ্য যোগায়
কৃষি মাটি নেই---নেই সেখানে জীবন,
নিষ্ঠুর সভ্যতা হেথা মাটি অসহায়।
মৃত্তিকা স্বাস্থ্যের কথা নাহি ভাবনায়,
কাঁদে মাটি ক্ষোভে---বিরক্তে বজ্র কঠিন।
ব্যবচ্ছেদ! মণিমুক্তা খনিজ আশায়,
অধিক ফসল সাধে দহন পীড়ন।


সভ্যতার বর্জ্য-রঙে মাটি কলুষিত;
ভূগর্ভ জল তুলে ঝাঁঝরা করি বুক
ভৌত কাঠামো নির্মানে নিংড়ে নেই সুখ                    
ক্লান্ত রাসায়নিকে---জৈব সারে জীবন্ত।
নীলাম্বরী শস্য মাটি ইট চিতানলে,
অভ্রভেদী কান্নায় উর্বর জমি জ্বলে।


---অধ্যক্ষ দেলওয়ার হোসেন
    ০৩/০৮/২০১৭