কৈশোর


এত সুখময় সময় নাই ভুবনে;
স্মৃতিঘেরা কিশোর বাগিচার সৌরভে,
মুক্ত বিহঙ্গের ডানায় উড়ি গগনে,
রাজপুত্র বনে রূপকল্প রাজ্যে ডুবে।
খেজুর রসের পায়েশে অমৃত আনে,
মাছ ধরি খাল-বিলে সুখ অনুভবে।
অধ্যয়নে বসতি মোর সাগর পাড়ে,
দিন কাটে সদা সৈকতের বালুচরে।


পাঠ চুকে যায় সত্তরে বন্যায় ভেসে,
চারিদিক হানাদার ভয়ে হাহাকার,
জাগি মুক্তিকামী জনতার সাথে মিশে
মুক্তিতে কাদায় চেপে ধরি রাজাকার।


প্রীতি-বন্ধনে দোলা লাগে কিশোর মনে,
মধুময় জীবন পাব কি কোন ক্ষণে?


অধ্যক্ষ দেলওয়ার হোসেন
৩০/০৭/২০১৭