গৃহকর্মী নির্যাতন
=========================
জখমে শ্রীহীন শীর্ণকায় তনুমনে,
দরিদ্র রোগা শিশু দেহ ক্ষত-বিক্ষত।
ফুলে ওঠা দু'নেত্র ----নির্মম নির্যাতনে,
যন্ত্রণা কাতর মুখখানি বিনিদ্রিত।
গৃহিনীর গরম খুন্তির ছ্যাঁকা দাগ,
শরীর পুড়ে যত গৃহকর্মী দুর্ভগ।
শেষান্তে হাসপাতালে---লাশকাটা ঘরে,
জীবন নাশ কারো লালসার শিকারে।


অভাব তাড়নায় ছুটে শহর পানে,
দিবারাত্রি গৃহকর্মী ন্যুব্জ কর্মভারে।
দেশ-বিদেশ একই দৃশ্য সবখানে,
পঁচা-বাসি খাদ্য জোটে,থাকা রান্নাঘরে।
আইনী প্রতিকার যেন অধরা বস্তু,
হত্যা!অর্থের জোরে---নিছক অপমৃত্যু।


---অধ্যক্ষ দেলওয়ার হোসেন
    ০৯ আগস্ট, ২০১৭