গ্রন্থ পাঠ


যন্ত্র-সভ্যতা দেয় সবে জীবন বেগ,
কেড়ে নেয় হৃদ-স্বস্তি প্রশান্তি--আবেগ।
ব্যস্ত জীবন! বিচ্যুত নিষ্পাপ আনন্দ,
গ্রন্থ পাঠে ফিরে প্রাণে সব সুখ-ছন্দ।
ছত্রে ছত্রে রয় জ্ঞানের বিচিত্র ডালি,
অমৃত সুধা পানে অবসন্নতা ভুলি।
বিশ্ব-ভ্রাতৃত্বে রাখী বন্ধনে বই পড়ি,
জীবনধারা  গড়ি কল্যান অভিসারী।


সব জ্বালা ঠেলি নিজ ভুবন সৃজনে,
বিপদে ডুব দেই যন্ত্রণা নিবারণে।
শত মনীষীর কল্প-বাণী আঁখি মেলে,
দিবা-নিশি জ্ঞান লভি বই পাঠশালে।
বৈচিত্র পিয়াসী মন সদা গ্রন্থ পাঠে,
অনন্ত ভান্ডারে মম হৃদ-নেত্র ফোটে।


--অধ্যক্ষ দেলওয়ার হোসেন
         ১৬ আগস্ট,২০১৭