বড় হও


ওপরে ছত্রতুল্য সুবিশাল আকাশ
বিমূর্ত দিগন্ত সসীম ছেড়ে অসীমে;
বিশালত্ব বুঝি উদারতার প্রকাশ,
অহর্নিশ দৃষ্টান্ত খুঁজি উন্মুক্ত ব্যোমে।
গুরুজনে কহে বড় হও নভ সম
জ্ঞান-গর্বে শৌর্যে বেড়ে ওঠো অবারিত,
হৃদয় ধনে ভরপুর আসুক শম;
ক্ষুদ্র স্বার্থ তরে নাহি হও আকর্ষিত।


উদার গগন থেকে দূরত্ব এখন
সর্বগ্রাসী আসে ঝরণার মত ধেয়ে,
ক্ষুদ্র স্বার্থবোধের সর্বত্র আগমন
অনুপ্রাণিত মন যায় আঁধারে ছেয়ে।
উন্মুক্ত আকাশ বিনে নাহি কোনগতি,
সংকীর্ণতা রুখে দাঁড়াও সামজপতি।


-----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
       ১৯ আগষ্ট, ২০১৭