বঙ্গবন্ধু


হে বৈচিত্রের স্রষ্টা,শ্রদ্ধাঞ্জলি চরণে
দাসত্বের শৃঙ্খল ছিঁড়ে দিয়েছ মুক্তি,
বজ্রকন্ঠ হাঁকা আর তর্জনী শাসনে
ফুঁসে ওঠে দেশের মানুষ---পায় শক্তি।
ছয়দফা এগারো দফা চড়ে নৌকায়,
মুক্তির সনদ যেন সঞ্জীবনী রূপে
গর্জে ওঠে ; কার সাধ্য সে ভিত টলায়?
রাজভিত আর কারাগার ভাঙ্গে ক্ষেপে।


তাইতো তুমি বঙ্গবন্ধু, লৌহমানব--
নিপীড়িতদের দিয়েছ চলার গতি,
ভুলি ভেদ--প্রীতি বন্ধনে মিলায়ে সব;
প্রস্তর শক্ত পথে পায় চলার স্বস্তি।
ওরে! সার্বভৌম সৃষ্টির মহানায়ক,
শোকে মুহ্যমান ক্ষত-বিক্ষত এ বুক।


---অধ্যক্ষ দেলওয়ার হোসেন
    (রচনাকালঃ০১ আগস্ট,২০১৭)