তোমার চরণে জীবন আমার তোমাতেই মরন
চলার পথে কেবল তোমার পাই যেন স্মরণ।
আমার জীবন গোণায় ভরা শুধু কালিমায়
চলতে গেলে কেমন করে পথ যে ভুলে যাই
কোন সাধনায় তোমার ঘরে পাবো সেই রতন।
তোমার চরণে জীবন আমার তোমাতেই মরন
চলার পথে কেবল তোমার পাই যেন স্মরণ।
সারা বেলা কাজের মাঝে হয় যে শুধুই ভুল
ভাঙ্গা হাল আর ছেঁড়া পালে পাই না খুঁজে কুল।
তোমার মাঝেই অশেষ হবো নইলে হবো ক্ষয়
তোমার শানে বিশ্বআমার অবাক চেয়ে রয়।
তোমার দয়ায় স্বর্গসূধায় ভরে আমার মন
তোমার দয়ায় শেষের বেলায় পাই যেন সেই ধন
তোমার চরণে জীবন আমার তোমাতেই মরন
চলার পথে কেবল তোমার পাই যেন স্মরণ।


       স।১/৪
       পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে......
     ( সঙ্গিতে রূপায়িত)