যে দিকে তাকাই কোনকিছু নাই দেখি না কিছুই আর
সবখানে শুধু তুমি আর তুমি তুমিতেই একাকার।
তুমি আছো বলে সব কিছু আছে দেখিনা অন্য কিছু
তুমি আছো বলে বিশ্ব বিরাজে তোমার সৃষ্টি শিশু।
তুমি আছো বলে অবোধ  শিশুরা আনমনে খেলা করে
তোমার কাছেই মাটির খেলনা নিত্য বায়না ধরে।
তুমি আছো বলে বিশ্বনিখিলে তোমার শিশুরা হাসে
তুমি আছো বলে সৃষ্টি শিশুর দু'চোখ জলেতে ভাসে।
তুমি আছো বলে এ কূলে ও কূলে নিতুই হচ্ছে ক্ষয়
প্রত্যেক পলে চলছে তোমার সৃষ্টির মহাজয়।
জড়ের মধ্যে জীবের চিহ্ন তুমিই প্রকাশ কর
জীবেরে আবার নিত্য নিয়মে তুমিই করছো জড়।
সবখানে শুধু তুমিই রয়েছে তুমি ছাড়া সব ক্ষূন্ন
তুমি না থাকলে কোন কিছুতেই হয় না বিন্দু পূণ্য।
তুমি না থাকলে সকল কিছুই শূণ্য এবং শূণ্য
তুমি থাকলেই সাকার,নাকার যা কিছু রয়েছে যেথা
হয় যে অর্থপূর্ণ।