আমার এ দেশ ছেড়ে কোন খানে যাবে আর বলো
কোনখানে মিলবে রে মানিক রতন।
কোনখানে গেলে পরে জীবন পূর্ণ হবে আর
কোনখানে পুরো হবে জীবনের কামনা, স্বপন।
সুখের পায়রা তুমি জীবনকে সাঁজানোর তরে
তাই তুমি চলে যাচ্ছো পরের দেশে
জীবনের চাওয়া পাওয়া হিসাব মিলায়ে যাও শেষে এইখানে এসে।
সুখের পায়রা তুমি ভুল করে এইখানে জন্ম নিলে
তবে তুমি সকলেরে বলে দাও এক্ষণে তোমার জন্মখানি হয়েছিল ভাই
শুধুই ভুলে।
জন্মের পরে যারা অাক্ষেপ করে মরো জন্মটা কেন হলো গরিব দেশে
তারা আজ বলে দাও স্রষ্টার কাজ ছিল ভুল
তাই তুমি স্বর্গের সমান অন্য কোন দেশে
খেয়ে পরে বেঁচে থেকে সুখের পন্য কিনে ভুলটারে করছো উসুল।
একবার ভাবো শুধু স্রষ্টার ভুল ধরা বড় পাপ কিনা
কেবলি সুখের তরে দেশকে ভুলেই যাওয়া হলে
পরকালে পার পাবে কিনা।
জীবনে বাঁচার তরে যারা যায় পরের দেশে
তাদের সে অপরাধ মার্জনা হতেও পারে।
যাহারা পরের দেশে সুখের পায়রা হতে  বসত গড়ো
নিজের জন্মকে ভূলটা করো
পরের দেশেতে গিয়ে নিজেকেই বলছো বড়ো।
এরপর তোমাদের কাছে আজ অনুরোধ তবু
নিজের দেশের কথা ভুলে যেন যেও না কভূ।
এইটুকু অনুরোধ তোমাদের বিবেকটা শাণিত করো
জন্মভূমির কিছু দেনা তুমি শোধ করো যে ভাবেই পারো।
২৯/৫