আয় ছুটে তাড়াতাড়ি ছেলে আর মেয়ে
বেলা যায় যেতে হবে শিক্ষালয়ে।
আমার শিক্ষালয় ছবির মতন
সারাদিন রাখি মোরা করিয়া যতন।
মায়া আর মমতায় থাকি সারাক্ষণ
খেলাধূলা করি মোরা সময় মতন।
সকলেই একসাথে মিলেমিশে থাকি
লেখা আর পড়া করি দেই না ফাঁকি।
আমার শিক্ষালয়ে গণিতের স্যার
মাথার মধ্যখানে টাকের বাহার।
যদিও চুলের আছে বেশ ঘাটতি
বিদ্যায় কম নাই আছে বাড়তি।
অনুপাত, ভগ্নাংশ আর শতকরা
গুণ, ভাগ, পরিমাপ মাথাটায় ভরা।
উপাত্ত, লসাগু,গসাগু, সময়
গড়, দশমিক, তাঁর কিছু নাই ক্ষয়।
বহুবিধ কৌশলে পাকা সে নিজেই
গণিতের বনিবনা হয় সহজেই।
ইংরেজী স্যার আছে বয়সে নবীন
বিদ্যায়, ব্যবহারে যেন সে প্রবিণ।
ধীরে ধীরে বলে কথা শুদ্ধ স্বরে
মার্জিত ব্যবহারে বুকটা ভরে।
আর্টিকেল,পার্টস স্পীচ আর ন্যারেশন
ভয়েস আর টেনস,এ নো টেনশন।
বাংলার স্যার আছে মধ্যবয়সী
কবিতা শেখায় কত বটেতে বসি।
পোশাক আর সজ্জায় কবি কবি ভাব
হাসি খুশি রসবোধে মধুর স্বভাব।
বড় বড় কবিদের সব তাঁর জানা
কবিতার রাজ্যেই তাঁর ঠিকানা।
কবিতায় কথা বলে যখন তখন
হৃদয় আকুল করে কবিতা চরণ।
আয় ছুটে ছেলে মেয়ে আয় এখানে
ছোট,বড় ব্যবধান নাই যেখানে।
আমার শিক্ষালয় স্বপ্নপুড়ি।
সততায়, শান্তিতে জীবন গড়ি।



ছ।১/৩