সেই সন্ধ‌্যার মে‌য়ে‌


শরীফ আহমাদ।


এ বিজন প্রান্তর পথে
একা আমি হেটে যাচ্ছি লক্ষ্য নাই মনের ভিতর
কোন খানে কোথা আমি যাবো?
এ জীবনে কি পেয়েছি, কতটুকু পাবো?
কি আমার ছিল এ জীবনে?
কেউ বুঝি ছিল এই মনে!
কারে যেন আজ হারালাম!
এই সব ভেবে ভেবে বাবলা গাছের কাছে
এসে দাঁড়ালাম।
নরম ঘাসের 'পরে বসলাম যেই
দু'চোখের জানালার পাল্লা দু'টো
বন্ধ যে হল নিমেষেই।
মনে হল কেউ যেন আছে
দুরে কিংবা আছে আশেপাশে।
ঘন্টা খা‌নেক পরে উঠে দাড়ালাম
মগ‌জের স্নায়ুগু‌লো পা‌চ্ছে আরাম।
তারপর যেই দু'টো পা বাড়িয়েছি
মেয়ে এক কাছে এসে আমায় থামাল
বলল সে, "সেই কবে তোমায় দেখেছি।
বলল সে,জানি আমি ,ও আমার প্রিয়
তুমি আজ আর আমার নও
তোমার এ কবিতার কোন এক নষ্ট পাতায়
আমায় একটুখানি ঠাঁই শুধু দিও"।


২৪/৮