আমার অবোধ স্বপ্ন শিশুরা মানে না শাসন বারন
মানে না যে তারা নিয়ম কানুন মানে না কার্যকারন।
ওরা শুধু চায় আরো আরো চায় ধরে যে সুখের বায়না
নকল সুখের আসবাব ওরা কোনটাই আর চায় না।
মাটির পুতুল বাড়ি আর গাড়ি কতই দিলাম তারে
আমার এ মন কিছুতেই আর বোঝাতে ওদের না'রে।
স্বপ্ন শিশুরা যখন তখন জুড়ে দেয় শুধু কান্না
ওদের মাথায় হাত দিয়ে বলি কান্না এখন আর না।
কত কিছু বলে ভুলিয়ে ভালিয়ে গেলাম ভবের বাজারে
দেখলাম সেথা মানুষেরা সব কিনছে হাজারে হাজারে।
ওদের ওসব কেনা কাটা দেখে দু'চোখে লাগছে ধাঁধাঁ
কেনা কাটা কারো হয় না শেষতো সিকিটা নয়তো আধা।
সকলে যখন ফিরলই ঘরে দেখলাম কিছু নাই
আমার স্বপ্ন শিশুদের আর কি দিয়ে এখন বোঝাই।
শূণ্য হাতেই ফিরলাম ঘরে স্বপ্নেরা গেল কই
স্বপ্নবিহীণ জীবনে এখন কেমন করিয়া রই?
দুঃখে অভিমানে ওরা চলে গেছে একলা আমিই ঘরে
নতুন স্বপ্ন গড়ব আবার আছি স্বপ্নের ঘোরে!