সহজ পথ
শরীফ আহমাদ।


যদি আমি ভূল করে অন্য দিকে ভিন্ন পথে যাই
ভূল চিন্তা বুকে নিয়ে ভূল করে দুই পা বাড়াই।
তবে তুমি চুল ধরে টেনে নিও সঠিক পথে
তবে তুমি কান ধরে টেনে নিও সরল মতে।
আমি মূর্খ জ্ঞান নাই মাথার ভিতর
আমি অন্ধ, চক্ষু নাই অধম ইতর।
মানিক রতন আমি চিনি নাই, চিনেছি তো কাঁচ
অমূল্য ফেলে দিয়ে মূল্যহীণ তাই আমি আজ।
অর্থ যা ছিল দেখি শুধুই নকল
যা কিছু নিজের ভাবি, পরেরই সকল।
কাজ ফেলে সারা বেলা করছি অকাজ
চোখে, মুখে তাই শুধু দ্বিধা,ভয়, লাজ।
নকল অর্থ দিয়ে পকেট ভর্তি শুধু করি
তাই দিয়ে এ জিবনে করি বাহাদুরি
সওদা করতে গিয়ে আজ তাই লজ্বায় মরি।
আজীবন মিথ্যার বেসাতি করি
জীবন সাঁজাতে করি ছলচাতুরি।
এখন বলছি আমি শেষে
তুমি প্রিয়, তুমি প্রভূ, তুমি ছাড়া আর সব মিছে
অমৃত ফেলে দিয়ে মুখ ভর্তি করেছি যে বিষে।
আর কিছু চাওয়া নাই, চাই পথ সহজ, সরল
যেই পথে নাই গ্লাণি, নাই এক বিন্দু গড়ল।


   ২২/১৩