সাদা লাঠি
শরীফ আহমাদ।


লাঠি ধরো সাদা লাঠি পেশী করো ভিষণ রকম
লাঠি ধরো সাদা হাতে বুকে রাখো শক্ত বাঁধন।
হৃদয়ে যদিও হয় তপ্ত যখম।
সন্ত্রাসে যারা করে পৃথিবীতে দুষ্ট রাজত্ব
লাঠি ধরো ঐ দিকে ক্ষীপ্র  হাতে
যারা চায় শুধুমাত্র মাটির প্রভূত্ব।
মানুষের কান্নায় যাহাদের মুখে ক্রুড় হাসি
যাহাদের কামনায় স্বপ্নশিশুর হয় ফাঁসি।
যাহাদের বাসনায় দৈণ্যতা আসে ফিরে ফিরে
যাহাদের অপমানে ব্যথিতের চোখ ভাসে নীরে।
মানুষের সম্পদে করে কাড়াকাড়ি
অন্যের অধিকারে শুধু বাড়াবাড়ি।
সাদা লাঠি ধরো হাতে থামাও তাহার অনাচার।
সাদা হাতে লাঠি ধরো আরো একবার
সাদা লাঠি নেমে আসো হাজার হাজার
নিরীহ মানুষ যেন হয় না শিকার কভূ আর
কালোময় যুদ্ধের নগ্ন থাবার।


          ১০/২০