ইয়া রাসুলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ
তোমার নামে আসমান জমিন আলোয় হলো উজালা
ইয়া রাসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ।
পাখিরা সব অবাক হয়ে তোমার নামে গায় যে গান
ফুলেরা সব মুগ্ধ হয়ে তোমার গুণে ছড়ায় ঘ্রাণ
তোমার গুণে উষর জমি সবই হলো সুজলা।
ইয়া রাসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ।
রোজ হাশরে নিজের তরে সবাই যখন পেরেশান
উম্মতেরই মুক্তির লাগি তোমার হবে দিল হয়রান।
খোদার শানে সেজদায় লুটে বলবে তুমি ইয়া রাহমান
উম্মতেরে বাঁচাও খোদা রাখো তুমি আমার মান
তোমার দোয়ায় কত পাপি নাজাত পাবে যায় কি বলা
ইয়া রাসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ।
স।২/১৫
(সঙ্গিতে রূপায়িত)