গুণি জ্ঞানি মানুষের কবিতার এই আসরে
        আজ আমার ভিরু আগমন।
        জানিনা আনবে কি না সাগরের বিশাল বুকে
        বিন্দু কম্পন!
        চাই না রাজার মান, চাই না হাজার লোকের কলতান
        আমায় ঘিরে
        আমি হতে চেয়েছি তোমাদের শুধু একজন
        কি পাব, পাব না কিছু, জানা নাই এই আসরে।
        আমায় নিয়ে কি হবে মৃদু গুঞ্জন?
        না কি হবে কানাকানি আর ফিসফাস!
        না কি হবে অবজ্ঞায় আমাকে ফিরে দেখা
        কেননা আমার এই যতসামান্য লেখা।
        আর আমার কিছু চাওয়া নাই
        ধন্য হব যদি কিছু ভালবাসা পাই।
        ভালবেসে সকলেরে ছালাম জানাই।


        আসরের কবিদের কবিতার কথামালা সূর্যময় হোক
        অন্ধকার জিবনে আগুণ আনুক।
        কালোময় হৃদয়ের শুকনো সাগরে
        আলোর জোয়ারে আজ ভরিয়া উঠুক।
        বঞ্চিত মানুষের ভিরুময় বুকে
        কবিতা বোমার মত শক্তি আনুক।
        অত্যাচারীরর বুকে আঘাত হানুক
        
        কবিতা শুদ্ধ হোক কবিদের জয় জয় হোক
        জনতার চেতনায় আগুণ ধরুক।
        কবিতায় মানবতা ফিরিয়া আসুক।
        কবিদের সত্যের জয় জয় হোক
        কবিতার জয় জয় হোক।
২৬/৩