পরম পাওয়া
শরীফ আহমাদ।


তোমার পায়ের নীচে হবে কি না ঠাঁই
মনে আজ এলো সংশয়
তোমার একটু দয়া পাই কিনা পাই
মন আজ পেলো সেই ভয়।
ভাষা আজ জানা নাই কোন কথা বলি
পথ কিছু জানা নাই কোন পথে চলি।
তোমার প্রশংসা গীতি কিছু কিছু আমাকে শেখাও
তোমার খুশিতে চলি, সেই পথ আমারে দেখাও।
জীবনের উঁচু নীচু কণ্টক পথ
জীবনের সাত রঙা, শত মায়া রথ
শত দিকে শত পথে আমাকে যে ভিষণ টানে
ভ্রান্ত সুখের শত মরু মরিচীকা
আমার তপ্ত চোখে অশ্রু আনে।
সহজ, সরল আর যেই পথ চীর সুন্দর
সে পথ চেনাও আজ মিনতি আমার
সুন্দরের অতি স্বচ্ছ ঝর্না ধারায়
ছাঁপাও আমার এই হীণ অন্তর।
তোমার পায়ের ধূলো পাই যেন অনু পরিমান
আজ আমার এই টুকু সঠিক চাওয়া
তোমার বিন্দু দয়া স্বর্গেরও বেশী পরিমান
দিগভ্রান্ত এই ভুল মরু জীবনের
পরম পাওয়া।


  ৭/২৯