ওরে পাখি সারাবেলা খাঁচার মধ্যখানে বসে
কেন করো ওতো নাচানাচি
খাচাঁয় বসত করে প্রেমের নাটক করে
আপনারে কেন রাখো অতো কাছাকাছি
মিছেমিছি করো কেন অতো হাসাহাসি।
কি এমন কথা আছে অগোচরে তার সাথে
বুঝতে আমার কেন বেলা বয়ে যায়
কখন যে পাখি উড়ে যায়।
পাখিটার ভাব কম ভাবখানা বড় বেশী
তাই পাখি সারা বেলা করে কলকল
অকারনে কখনো বা চোখে আনে জল
পাখির সাধ্য কম সাধখানা বড় বেশী
পাখিটার মুখে তাই সুখের নকল
তাই পাখি হেসে হেসে কাঁদে অবিরল।
এই হাসা এই কাঁদা আমায় ধাঁধাঁয়
নিজেও কাঁদছে আর সকলে কাঁদায়
কখন যে পাখি উড়ে যায়।
      ১১