নারী নয় অবলা


কে তোঁরা বলছো ভূলে নারী অবলা
এতো শুধু পুরুষের পুরাতন কলা
এতো শুধু পুরু‌ষের পুরাতন কথা
এতো শুধু পুরু‌ষের ছলচাতুরতা।
নারী নয় শুধুমাত্র সেবাদাসি আর
নারী নয় পরগাছা শুধু বাঁচবার।
গৃহবন্দী করবার যারা কর ছলচাতুরি
নারীর কর্তা হয়ে যারা কর অতি বাহাদুরী।
তারা শোন সেদিন নাই বেশী দিন
নারী আর থাকবে না শুধু পরাধীণ।
নারী হল হৃদ‌য়ের অংশ বিশেষ
নারী ছারা এ জীবন অর্থহীণ, ক্লেশ।
নারী ভগ্নি, নারী প্রিয়া, নারী হল স্নেহময়ী মা
ওরা মূর্খ, যারা কর নারীদের শুধু করুণা।
নারী নয় পরগাছা মায়াবীশক্তিধর ছায়ার মতন
বটের বৃক্ষ যেন করছে যতন।
নারী আছে ঘরে ঘরে পেতে অাছে মায়ার আঁচল
নারীহীণ মানুষের জীবন অচল।
তারা নয় সঠিক পুরুষ
নারীর হৃদয় যারা অকারনে ভেঙ্গে দাও পুতুল যেমন
হয়তোবা হতে পারে কোন কাপুরুষ।
নারী ছারা অর্থহীণ সমাজ সংসার
নারী ছারা মানুষের জীবন কাঁটার।
নারীর মূল্য যারা অাজো বোঝে নাই
নারীকে বাসেনি যারা ভারা ভাল
তারাতো জীবিত নয়, যদিও জীবন অাছে দেহের সাথে
তারা মন্দ, তারা ভ্রান্ত,তারা যে নিরেট
নারীহীণ জীবনতো শুধুই কালো।


২/৩৭......১৪