একটা পাগল ন্যাংটা পাগল বদ্ধ পাগল তাই
এই পাগলের লাজ শরমের  নাই  কোন বালাই
দিন দুপুরে দেয় না গায়ে একটু খানি কাপড়
কাপড় গায়ে দিলে নাকি লাগে ভিষণ ফাপড়।
বাচ্চা,ছোড়া,চ্যাংড়া, বুড়া বলে,"ওহে পাগল,
কোথ্থেকে তুই আসলি ব্যাটা বকিস্ আবোল তাবোল।
সুধি জনের নিন্দা বাড়ে চিন্তা নিরন্তর
এই পাগলে কাপড় দিলে মারতে আসে থাপর।
পাগলা ব্যাটা ল্যাংটা ল্যাঠা লজ্বা নাইরে চোখে
হরহামেশাই জুতো পেটা করে দু'এক লোকে।
সবাই বলে এই পাগলে ধরল এ কোন রোগে
মুখ টিপে কেউ হাসে আবার লজ্বা কারো চোখে।
বউ ঝিরা সব ছি ছি করে চোখে লাগে শরম
এই পাগলের কান্ড দেখে সবার মেজাজ গরম।
ক্ষেপে গিয়ে দু চার জনে মারতে আসে যখন
ক্ষাপাটা যে ভিষণ জোরে কান্না জুড়ে তখন।
ক্ষাপা বলে," যে মোড়লে ছাড়ালো মোর ঘর
সেই ক্ষাপারে তোরা সবে আগে ন্যাংটা কর।"
        আর কে রোড, রংপুর।
              ২৮.৬.১৭, সন্ধ্যা ৭.১০