দেখতে তো মানুষেরই মতো মনে হয়
তবু কেন মনে জাগে আরো আছে পরিচয়।
মানুষেরই মতো আছে দুই দুটি কান
তবুও যে মনে হয় বুঝি হনুমান।


মানুষের রেশ পেয়ে আগে যায় ছুটি
দুই লাফে ছুটে গিয়ে চেপে ধরে টুটি।
পেট পুড়ে খেয়ে দেয়ে যায় গড়গড়
ওগো তোরা দেখে যাও ভূড়ি কত বড়।


মানুষের মতো আছে দুই দুটি চোখ
তবুও যে মনে হয় বানর কি উল্লুখ।
অসুরের ভঙ্গিতে ফিরিয়া তাকায়
ধ্বংসের ছবি আঁকে চোখের ভাষায়।


চেহারায় ফুটে ওঠে দানবের রেশ
বিধাতার নাম মনে হয় না নিমেশ।
আসল চেহারাখানা বদলাতে হায়
নামিদামি মুখোশটা মুক্তো ছড়ায়।