কথায় যে কথা বাড়ে কথাটায় হয় কাটাকাটি
কথা হলে গড়মিল মাথাটায় পরে ঢিল
কখন যে হয় ফাটাফাটি।
কথামত না যদি হয় কাজটা
কর্তার মাথাটায় পরে বাজ,টা।
কর্তার কথাগুলো হয় নামিদামি
কর্মির কথাগুলো যেন আসামী।
বড়মত এক থলি সাহেবের হাতে
মেমসাব দিয়ে বলে কথা যেন থাকে।
কথামত বাজারটা যেন হয় ঠিক
তা না হলে পরে যাবে কথার হিড়িক।
কথাগুলো হয়ে যাবে ঠিক দুরন্ত
কথা হবে অন্ধ, কথা হবে বন্ধ।
রাজনীতির মাঠে কথা হয় বেশি
কথার বাহারে হয় সাচ্চা দেশি।
কিছু নেতা বলে কথা, কথার কথা
কথাগুলো পরে থাকে যথা আর তথা।
সেমিনার, টকশোতে কথার মালা
কথার জ্বালায় হয় কান ঝালাপালা।
কথা বলে জব্বার, কথা বলে বক্কর
যত বলে কথা বেশি তত লাগে টক্কর।
বড়লোকি কথাগুলো হয় বড় বড়
ছোট মুখে কথা হয় কেন জড়োসড়ো।
অকর্মা লোকগুলো বড় কথা বলে
জিবন ধন্য ওর চামচা হলে।
গুণি লোকে কথা বলে জেনো কমকম
মাথা হলে ছোট তবে কথা হরদম।
ছ...১/২৭...১৫