কবিদের প্রতি
শরীফ আহমাদ।


মানুষের কথা লিখবে বলেই তোমরা হয়েছো কবি
জীবনের গাঁথা বলবে বলেই হৃদয়ে রক্ত ছবি।
চলার পথের পাষাণ পাথরে তোমরা ফোঁটাও ফুল
তোমার কলমে সত্য জ্বালাও মিথ্যারে করো ভূল।
তোমার কথায় বুকটা পুরুক যারা মিথ্যুক, ভন্ড
স্বার্থান্বেষী, কুপ মন্ডুক, জালিমেরে করো পন্ড।
স্রষ্টারে দাও প্রেম, ভক্তি হৃদয় শুভ্র করো
স্বর্গ আলোয়, নিখাত ভালোয় মর্ত্যে স্বর্গ গড়ো।
সৃষ্টিকে দাও দয়া,অনুরাগ দাও প্রেমগীতি,ভক্তি
অসহায় যারা,বন্ধ জীবন তাদের জোগাও শক্তি।
কবি ও কবিতা ভালবাসে যারা তারা সুন্দর নিশ্চয়
কবির আত্না, তাদের আত্না গোপনে গোপনে কথা কয়।
কবি অনুরাগে কবিতার বাগে কত যে ফুটছে ফুল!
আমি সে ফুলের ভক্ত কেবল ফুলেতে হই আকুল।
অবাক নয়নে চেয়ে থাকি শুধু কোথায় রয়েছে শেষ
লাখো লাখো ফুল ফুটেছে,ফুটছে কবিদের নাই ক্লেশ।
অগণিত ফুল আরালেই র'লো দুঃখ আমার তাই
দু'চার ফুলের মাধুরী কেবল, সাধ্য যে আর নাই।
তবুও তোমরা ফোটাবেই ফুল জানি আমি চীর কাল
আমার মতন ভক্ত আরো যে থাকবে আগামিকাল।
তোমাদের যত  সৃষ্টির ফুল ফুটছে অহর্নিশ
দূর থেকে তাই ছালাম জানাই করে যাই কুর্নিশ।


   ১২/৩১