ঘুম
শরীফ আহমাদ।


রাতের নরম কোলে যখন ঘুমাতে যাই আমি
মাথা রাখি নৈঃশব্দের মায়াময় কোমল বালিশে
অনন্ত ঘুম যেন নেমে আসে কালো দুই চোখে।
সুখের পরীরা আসে চুপে চুপে দরজার পাল্লা সরিয়ে
কৃঞ্ চুলের মাঠে নরম চিকণ হাত
ছুঁয়ে যায় যেন অনায়াসে।
ঘুম আসে দুই চোখে আমি থাকি সহস্র কুসুম কাননে
ফুলের পরীরা আসে ফুল হয়ে
তারা সব ঘোরে চার পাশে।
কি মধুর সুবাতাস বয়ে যায় আত্নার শরীর ছুঁয়ে!
চেতনার শরীরের শত শত দুষ্ট ক্ষত সুলাবণ্যময়
ছুঁয়ে যায় চেতনায় আহা কি মধুর প্রিয় ঘুম
ঘুমের পরীরা আসে চেতনার শরীরে দিয়ে যায় চুম।
ঘুম আসো দুই চোখে,
নরম চোখের 'পরে কোমল দু'হাত ছুঁয়ে যাও
স্বপ্নের পরীবালা  মরুময় দুই চোখে শান্তি নামাও।
জীবনের বন্ধুর কণ্টক পথে
ঘুম এসো দুই চোখে মহাময়ী রথে।
ঘুম অাছে তাই আসে স্বপ্নেরা বার বার ফিরে
ক্লিষ্ট জীবন আর জীর্ণ জীবন বাঁ‌চে সু‌খের নী‌ড়ে।
জীবন সত্য তাই ঘুম, স্বপ্ন জীবনের সত্যময় হোক
ঘুম, স্বপ্ন, পরীবালা সকলের জীবনে নেমেই আসুক।