খুঁজনা আমায়
শরীফ আহমাদ।


ভূল করে কেউ খুঁজনা বন্ধু আমায়
রাত জাগা কোন প্রেয়সীর কালো চোখে
ভূল করে কেউ দেখতে চেও না আমায়
কামনা পিয়াসী রূপসীর রাঙা ঠোঁটে।
আমাকে দেখোনা নামিদামি সেই মহাজ্ঞানীদের মাঝে
চোখ ঝলসানো জমকালো সেমিনারে
আমাকে পাবে না রাজা আর কোন মহারাজাদের কাছে
আকাশ ছোঁয়ানো সুখের ঐ মিনারে।
আমি সামান্য অতি নগন্য সাধারন নাগরিক
বড় মানুষের সুখের কাতারে খুঁজনা বন্ধু মিছে
ছোট মানুষের চায়ের টেবিলে, গল্পের আড্ডায়
আমিতো রয়েছি মিশে।
আমায় খুঁজিও দুখিনি নারীর ছিন্ন এবং মলিন
দুস্থ আঁচল তলে।
আমায় দেখিও ধর্ষিতা কোন নাবালিকা কিশোরীর
নোনতা অশ্রুজলে।


                         ২০/৩৪