ঝড়ের রাতে
শরীফ আহমাদ।


কোন সে ঝড়ের রাতে তুমি যেন এসেছিলে দ্বারে
তুমি যেন ডেকেছিলে শুধুই আমারে।
আমার মুখের ভাষা ঢেকে গিয়েছিল সেই মেঘের গর্জনে
আমার দুঃখ সুখ উড়ে গিয়েছিল সেই ঝড়ের তর্জনে।
ঘরের কোণায় আমি সঙ্গিবিহীণ
আমার স্বপ্ন ছিল বর্ণবিহীণ।
তুমি বুঝি ডেকেছিলে কত শতবার
তোমার কণ্ঠস্বর কথা নয় যেন ও যে সুর বেদনার।
তুমি যেন ডেকেছিলে, বুকের মধ্যে ছিল কত শত দ্বিধা
তোমার কণ্ঠসুর আমার কানের 'পরে বেজেছিল কি তা?
তোমার মুখের কথা ম্লাণ হয়েছিল সেই ঝড়ের ভাষায়
তোমার স্বপ্নগুলো নিভে গিয়েছিল সেই বিজলী আভায়।
আমি যে ছিলাম শুধু তন্দ্রাকাতর
আমি যে ছিলাম এক স্বপ্নপাথর।
তোমার চোখের জল মুছে গিয়েছিল সেই বৃষ্টির অশনি ধারায়
সে রাতের মনভাঙ্গা অকাল ঝড়ে
তোমার আমার সব স্বপ্ন হারায়।
যখন থামল ঝড় প্রভাত বেলায়
বাইরে গেলাম হেটে হেলায় ফেলায়।
দেখি তুমি অভিমানে দু'হাতে বদনখানি ঢেকে
ধীর পায়ে অধোমুখে চলে যাচ্ছো একা
হৃদয় হৃদের তটে বেদনার ছবি এঁকে এঁকে।


৭/৮