টিক টিক টিক হৃদয়ের যন্ত্রে
বাজছে কি নিদারুণ আয়ুমূলমন্ত্রে।
প্রেম,প্রীতি,অনুরাগ কাঁদে ষড়যন্ত্রে
ছয় চোরা করে চুরি ভোগবাদীতন্ত্রে।


হৃদয়ের যন্ত্রটা কাজ করে হরদম
নাই ক্লেশ, ক্লান্তি ফুরসৎ একদম
জল নাই কাণাকড়ি, উথলিছে জমজম
ভোক্তার বাজারে কেনাকাটা রমরম।


হৃদয়ের যন্ত্রে কি দারণ ছন্দ
আহা কোন মহাজনে দিল মূখবন্ধ
ছন্দের মন্ত্রে মনে কি আনন্দ
বেড়ে যাবে হার্টবিট যদি লাগে দ্বন্দ্ব।


হৃদয়ের পত্রে জীবনের কবিতা
লিখে রাখে কবিগণ আগাগোড়া সবই তা
ভাবনার তুলিকর এঁকে যায় ছবিটা
দ্বন্দ্বেই থেমে যায় জীবনের রবিটা।