ফস‌লের আর্তনাদ
শরীফ আহমাদ


ঐ দেখো পুড়ে যায় আমাদের সুফলা জমিন
পুড়ে যায় জমিনের সবুজ সোনালি কত ধান
ধানগুলো পুড়ে যায় হয়ে যায় খড়ের মতন
পুড়ছে জমিন আর ধানগুলো হয়ে যায় শুকনো পাতান।
পুড়ে যায় পুড়ে যায় আমাদের জমিনের পবিত্র ফসল
পুড়ে যায় জমিনের সৃষ্টি সকল।
ওরা বলে মহাজন আমাদের হৃদয়ের বৃষ্টি কোথায়?
ওরা বলে মহাজন আমাদের জীবনের সৃষ্টি কোথায়?
ওরা বলে মহাজন চেয়ে দেখো ঐ
আমরা যে সকলেই হচ্ছি হরিৎ
আমাদের ফসলের আগাগোড়া ভরে আছে শত শত কিট
আমরা বাঁচলে তবে তোমাদেরই হয়ে যাবে জিত।
ওরা বলে তোমাদের সভ্যতা যদি ফিরে চাও
তবে মানুষের হৃদয়ের ফসল বাঁচাও।
আকাশের মেঘ ছিঁড়ে শীতল জলের শত বৃষ্টি আনো
আমাদের জমিনের শূণ্য শষ্য যত জীবন দানো।
আমরা বাঁচলে তবে তোমরাও বেঁচে রবে অগণিতকাল
আমরা জীবন পেলে সভ্যতা ফিরে আস‌বেই
ফিরবেই মানুষের সৃষ্টির সোনালি সকাল।



২৪/১০