সত্যের জন্য মুক্তির জন্য যারা দিল প্রাণ
তাদের কবর ছুঁয়ে ছালাম করি বার বার
দেশের জন্য যারা সব কিছু নিমেষেই দিল কোরবান
তাঁদের কদম ছুঁয়ে ছালাম করি বারবার।
যাদের রক্ত পেয়ে সবুজের বুক হলো সূর্যের লাল
যাদের রক্ত পেয়ে জালিমের হাত হলো কঠিন ভয়াল
তাঁদের রক্ত ছুঁয়ে আমার পাপের বোঝা করে যাই ম্লাণ
যাদের জীবন শুধু পৃথিবীর ফুল আর ফসলেই ক্ষয়
যাদের নিঃশ্বাসে অত্যাচারীদের হল পরাজয়।
যাদের জীবন পেয়ে পৃথিবীতে সভ্যতা আসে বার বার
যাদের পাঁজর ফুড়ে পৃথিবীতে আসে ঐ শান্তি অপার
তাঁদের বুকের হাড়ে মানবিকতার ফুল ফুটুক আবার।
সত্যের জন্য মুক্তির জন্য যারা দিল প্রাণ তাদের কবর ছুঁয়ে ছালাম করি বার বার।
                         ২
জোরে বল এক সাথে বাঙালী
বাঙালী বাঙালী বাঙালী।
রোদে পোড়া সোনা দেহ বুক জুড়ে সাহসের
পাহাড়টা চীর কাল দাঁড়িয়ে আছে।
মুখ জুড়ে সূর্যের সোনা রঙ মধু হাসি
বিজলীর মত আজ চমকিয়াছে
স্বাধীনতা ছারা কভূ এক পাও চলে না
শুনে রাখো এই সেই বাঙালী।
তীতুমীর, ঈসা খাঁ, প্রীতিলতা, ক্ষুদিরাম
জব্বার, ছালাম আর সূর্যসেন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
মাওলানা ভাসানী কোথায় পাবেন।
বিপ্লবে, সংগ্রামে ইতিহাস হয়ে আছে
আরো কত বীর সেনা বাঙালী।
মায়ের ভাষার মান বাঁচানোর সংগ্রামে
আমরাই দিয়েছিতো রক্ত নদী
মা বোনের সম্ভ্রমে, লক্ষ লক্ষ প্রাণে কিনিয়াছি        স্বাধীনতা হয় নি ক্ষতি।
তাহাদের অবদান অম্লাণ হয়ে রবে
আমরাতো সেই চীর বাঙালী।
জোরে বল এক সাথে বাঙালী
বাঙালী বাঙালী বাঙালী।


                 ৩
এসো ভাই এসো বোন সকলের হাতে রাখি হাত
সকলেই সাঁজাই পৃথিবীর এই পরিবার।
সকলের হাতে পৃধিবীর মাটি হোক নিত্য নতুন
ভুলে যাই ভেদাভেদ আজ হোক সবাই সবার।
বন্ধু এসো তবে বুকে আজ বুকটা মেলাই
বুকের গভিরে যত হিংসা আজ ভূলে যাই।
ভালথাক সকলেই  আজ হোক এই মোনাজাত।
মানুষেরে ভালবাসো এই জানো খোদার বিধান
এসো ভাই এসো বোন আজ রাখি পৃথিবীর মান।
ভালবাসি পৃথিবীর ফুল ফল ফসল অপার
নদী, গিরি, মরুভূমি, অরণ্য, সাগর সবার।
পৃথিবীর মাঠ, ঘাট, বন্দর, লোকালয় প্রতি পরিবার
জীবনের উচ্ছাসে খুলে যাক আজ সব বন্ধ দুয়ার
আলোকের জয়গানে সকলের জীবনে আসুক প্রভাত।
এসো ভাই এসো বোন সকলের হাতে রাখি হাত।


      (দেশগানে রুপায়িত।)
       শরীফ আহমাদ।।।।
স.....