কতই যে করি আর অযথাই চেষ্টা
বুঝতেই পারি না যে আসলে কি কেস্ টা
বুকের মধ্যে মাখা কলঙ্ক রেশ্ টা
চাপাচাপি দাপাদাপি বৃথা হয় শেষটা।
আমি যে তুচ্ছ অতি নই মহা বুদ্ধ
নিজের সঙ্গে তাই লাগে মহাযুদ্ধ
কিনারা খুঁজতে গিয়ে হই অতি ক্রুদ্ধ
খেইটা হারিয়ে ফেলি হতে গিয়ে শুদ্ধ।
সব দেখি কালোময় চোখটা অন্ধ তাই
চিৎকার করে বলি আলো চাই আলো চাই
আসলে আমিই কালো কোথা আর আলো পাই
কালোটা তাড়াতে গেলে, চেয়ে দেখি আমি নাই।
কি করি এখন তবে দিন যায় রাত যায়
আলো নাই কালো বেশী এলোমেলো কাজটায়
ভবের সাগরে ডুবে মরবো কি শেষটায়
সাগরে সাঁতরি তবু জান যায় তেষ্টায়।
কালোর অন্ধকারে হয়ে যাই অন্ধ
পথটা পাই না খুঁজে হয়ে থাকি বন্ধ
আলো আর কালো সাথে একি মহাদ্বন্দ্ব
আলো দাও প্রভূ মোর খোলো সব রন্ধ্র।


    ক। ১১/৩০