আমার দক্ষিণ হাত উর্ধ্বে উঠে যায়
পঙ্কিল পৃথিবীর সীমারেখা ছেড়ে চলে যায়।
উঠে যায় ঐ দূর আকাশের নীলের ভিতর
নক্ষত্র,নীহারিকা, ছায়াপথ ছেড়ে গিয়ে উঠে যায় আরো আরো  দুর।
আমার দক্ষিণ হাত,মুষ্ঠিবদ্ধ চীরকাল রয়
কালের যন্ত্রনায় কখনো বা বজ্রপাত হয়।
যদিও জমিনে আজো অনাবৃষ্টি,খরাক্লিষ্ট, কণ্টকময়
রক্তের লালগুলো পুষ্টির সংকটে হয়ে যাচ্ছে ক্ষয়।
কোষগুলো শুকাচ্ছে খাদ্যের নিষ্ঠুরতায়
যদিও মৃত্যুময় জীবনের কামনার ঐ সব জীর্ণ শিশুগুলো
রাস্তার ঐ কিনারায়।
আমার দক্ষিণ হাত অবিচল থেকে যায় তবু।
শতাব্দী ফুরায়ে যায় সভ্যতা আরো বদলায়
পৃথিবীর পৃষ্ঠের মানচিত্র  হয় টানাটানি
পৃথিবীর পথে পথে যুদ্ধ হয় মৃত্যু আসে আরো আসে গ্লাণি।
আমার দক্ষিণ হাত আজো আছে অশেষ অজয়
পৃথিবীর সৃষ্টির মহাবিষ্ময়।