আজি দক্ষিণবায়ে যাও বলে যাও সকল কথা
শান্তির ছলে যাও ভূলে যাও সকল ব্যথা।
     বিষাদের কালো মলিণ স্মৃতি
     থেমে যাক যত করুণার গীতি
মধুময় হোক আমার তোমার জীবনের পাতা।


দীর্ঘ দিনের খাঁচায় বন্দী পাখির কান্না
চীরতরে হোক মুক্ত স্বাধীন, বিষাদ আর না।
     কালিমাখা মনে যত আছে বিষ
     জ্বলে, পুড়ে হোক আগুণের শীষ
প্রেমসুধা যত আছে ঢেলে দাও বিরহ বারনা।


প্রাণের গোপন বিজন বীণায় প্রেমের পদ্য
মধুর সুরের ঝংকারে তোল হৃদয় পদ্ম
        ইথার,বেতার সঙ্গীতময়
        পাখি আর, শাখি কানাকানি হয়
দক্ষিণ বায়ে  থেমে যাক বুকে দুখের গদ্য।