বুকের গভীরে কোন সীমাহীন তলে
ছাই চাপা কোন এক তীব্র দহন
আমার ছায়ার মতো চলে।


নিশ্বাস প্রশ্বাসে তার জীবন অজর হয়ে থাকে
মরে না জীবন তাই জ্বলে আর জ্বলে।
কর্মে যাই প্রতিদিন কাজের মধ্যে তাই নিজেকে ডুবাই
মুহূর্ত খানেক তবু পাই না রেহাই।


প্রিয়ভাষী বন্ধুবর কোথায় কে আছে
খুজিয়া বেড়াই যদি দুই দন্ড শান্তি মেলে।
বুকের গভীরে মৃদু আলো জ্বলে
সেই সাথে আরো বেশী আগুণ জ্বলে
কোথায় বসিয়া থাকে সে আগুণ কোন অতলে!