ধীর পায়ে এসো বন্ধু এইখানে তুমি
তারপর ধীরে ধীরে চুপ হয়ে যাও
নিঃশ্বাস না লাগে যেন একবিন্দু,অনু পরিমান
জীবনের চিত্রকায়া সরোবর মাঝে।
শিল্পীর তুলিতে আঁকা তুমি যেন হবে কোন ছবির মতন
তারপর দুটি চোখ পশ্চিমের শেষপ্রান্তে
স্বপনের মতো তুমি সুদুরে মেশাও।
সংসার সমুদ্র থেকে তুমি হবে কোন এক দিকভ্রষ্ট দ্বিপের মতন
শব্দের মায়ার জাল সুখদুঃখ কোলাহল থেকে
নিশ্ছিদ্র রাখো তুমি যুগল শ্রবণ।
তোমাদের পৃথিবীর জীবনের  সত্যের বাণি
জেগে ওঠে অমুর্ত আঁধার যেমন।
পৃথিবীর বেদনার ইতিহাস লেখা হয়ে থাক
ও চোখের পাতায় পাতায়
পশ্চিম সীমান্ত হতে মেখে নাও একটু রঙ্গিণ
অরুপের শিল্পকর চীরস্বপনের
তারপর করুণার অশ্রুখানি হতে
শিখে তুমি নাও
মনের কলমে আঁকা জীবন নদীতে তুমি স্বপ্নের তরিটি ভাসাও।