এক দুই ছলে প্রতি পলে পলে কেবলই দেখছি চেয়ে
সময় চলেই যাচ্ছে
কালের অমোঘ নিঠুর নিয়ম দেবতা
নগ্ন দু'পাটি দাত তুলে শুধু হাসছে।
পাষাণের গায়ে একটি চিলতে আরশির মুখোমুখি
হয়েছি যখন, সেওতো ভিষণ বিদ্রুপ করে শুধু
আমার জমিনে সবুজ যুবক ফসলেরা অসহায়
শষ্য কোথায় যাচ্ছে হারিয়ে দু'চোখে দেখছি ধু ধু।
মাথার উপরে শরতের মেঘ করতেছে আনাগোনা
হয়তো শিঘ্রই শিখর চূড়ায় তুষার জমবে বুঝি
মুখের চড়ায় কাশের ফুলের শুভ্র আলোর কণা
নদীর বুকের পাল তোলা সব রঙ্গিণ হাজার তরি
বৃথাই কেবলই খুঁজি।
এই জীবনের সবুজ গাছের বাগে
চোখের আড়ালে মাটির গভীরে ইদুর হিংস্র দাঁতে
আয়ুর শিকড় কেবল কেঁটেই যাচ্ছে
কালের দেবতা দাঁত তুলে শুধু হাসছে।


   ১১/১